অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের স্ত্রী ড. এলিনা আক্তার পলি (৪০)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের এই শিক্ষক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন : মায়ের আত্মাহুতি—আইসিইউ থেকে ফিরে মাকেই খুঁজছেন সেই ছেলে
তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
তবে কী কারণে তিনি একের পর এক ঘুমের ওষুধ খেয়েছিলেন তা জানা যায়নি।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. হেনা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হয় ড. এলিনাকে। অবস্থা আশঙ্কাজনক হলে সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
আয়েন উদ্দিনের সঙ্গে ড. এলিনা গ্রেটাররোড কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।