অ্যাম্বুলেন্সের ধাক্কায় রক্তাক্ত দুই ছাত্রী, ট্রাকচাপায় মৃত্যু

লামার আজিজনগর ইউনিয়নে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বদিউর রহমান (৫৫) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোড পাড়ার মৃত তনু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন বলেন, আজিজনগর বাজার এলাকার সাত্তার ম্যাচ ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় একটি ট্রাক বদিউর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে একই ইউনিয়নের আজিজনগর স্টেশনে রয়েল টেক্সটাইলের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স দুই ছাত্রীকে ধাক্কা দেয়। আহতরা হলেন— নিগার সোলতানা নিশাত ও সাইমা জন্নাত। তারা চাম্বী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। দুজনেই চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়ার বাসিন্দা।

প্রত্যেক্ষদর্শী আবুল খায়ের বলেন, সাইমা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় এবং নিগার সোলতানার নিশাতের বাম হাত ভেঙে যায়। এ সময় অ্যাম্বুলেন্সটি করেই আহতদের লোহাগাড়া মা-মনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Yakub Group

লোহাগাড়া মা-মনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান বলেন, নিশাতের হাতের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাইমা জন্নাত মাথায় আঘাত পেয়েছে। তাকে ২৪ ঘণ্টার জন্য অবজারভেশনে রাখা হয়েছে।

সানি/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!