অস্ত্র—গুলি—ইয়াবা নিয়ে ঘুরছিল ৫ যুবক, ধরল র‌্যাব

রাউজানে অস্ত্রসহ ৫ যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, দুটি মোটর সাইকেল, একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল।

আরও পড়ুন: ইউপি নির্বাচন—রাউজানে নৌকায় উঠলেন যারা

আটকরা হলেন- রাঙামাটি পৌরসভার তবলছড়ি কাঠালতলি এলাকার মো. আলি নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ (৩০), রাঙ্গুনিয়া ঠাণ্ডাছড়ির সেগুনবাগান এলাকার প্রয়াত আবদুল গফুর তালুকদারের ছেলে মো. রোমান উদ্দিন (৩০), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন. আরাফাত (২৩), প্রয়াত আবদুল রাজ্জাকের ছেলে মো. শাহজাহান (৩৭) ও আবদুল আজিজের ছেলে ওমার ফারুক লিটন (৩৪)।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল আলোকিত চট্টগ্রামকে বলেন, ৫ যুবককে অস্ত্রসহ র‌্যাব-৭ এর সদস্যরা আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!