অস্ত্র-গাঁজা নিয়ে যুবক ঘুরছিল মালঘর বাজারে

আনোয়ারায় অস্ত্র ও গাঁজাসহ আলাউদ্দিন ওরফে আলীম (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইনজুরী গ্রামের জালালের ছেলে।

আরও পড়ুন : পানি নাছিরের কাছে ছিল গাঁজা

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মালঘর বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে আলাউদ্দিন ওরফে আলীমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও রামদা, চাপাতি, ছুরিসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্র-গাঁজা নিয়ে আটক ব্যক্তিকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm