আন্তর্জাতিক কনসালটেন্সি প্রতিষ্ঠান প্যাক এশিয়া বাংলাদেশ চট্টগাম শাখা ও স্পিকারস কাউন্সিল বাংলাদেশ’র আয়োজনে অনুষ্ঠিত হবে ‘অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা-২০২২’ । আগামী সোমবার (৭ নভেম্বর) জিইসির সানমার ওসান সিটির পাশে দিনব্যাপী এ মেলা চলবে।
এদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। মেলায় অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন।
মেলায় ম্যাকুরারি বিশ্ববিদ্যালয়, ওলংগং বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, সিকিউ বিশ্ববিদ্যালয়, এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়, লাট্রোব বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, জেমস কুক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, টরেন্স বিশ্ববিদ্যালয়, ডিকেন বিশ্ববিদ্যালয়, আরএমআইটি বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওয়েস্টান অস্ট্রেলিয়া, ওয়েস্টান সিডনি বিশ্ববিদ্যালয়, সুইনবান বিশ্ববিদ্যালয়, সানসাইন কোস্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, ফেডারেশন বিশ্ববিদ্যালয় ও নাভিতাস বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়া যাবে।
আরও পড়ুন: কোচিং সেন্টার বন্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা মেলা সম্পর্কে প্যাক এশিয়া বাংলাদেশ’র প্রধান নির্বাহী প্রদীপ কুমার রায় বলেন, মেলায় শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, পার্টটাইম কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পনসরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে মেলায়।
স্পিকার কাউন্সিলের প্রধান নির্বাহী ও পরিচালক ইমরান আহমেদ বলেন, শুধুমাত্র মেলার দিন অনস্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের বিশাল সুযোগ রয়েছে। আর মেলায় ভ্রমণ করলেই থাকছে স্পিকারস কাউন্সিলের IELTS ফি’তে ১ হাজার টাকা ছাড়ের সুযোগ।
বিস্তারিত তথ্য জানতে লগইন করতে হবে https://pacasia.org/। এছাড়া আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন প্যাক এশিয়া, স্পিকার্স কাউন্সিল লিমিটেড, ১৩৮৮, পূর্ব নাসিরাবাদ, সানমার ওশান সিটির পাশে (ফোন ০১৭৭২৭২১৪৩০)।
আলোকিত চট্টগ্রাম