অভিযানে উদ্ধার ১০ হাজার ইয়াবা, যুবক আটক

কক্সবাজারের তারাবনিয়ার ছড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহ আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ তারাবনিয়ার ছড়া থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটক শাহ আলম ঝিলংজা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের খরুলিয়া কোনারপাড়া এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। দক্ষিণ তারাবানিয়ার ছড়ার মুসফিক এন্টারপ্রাইজের সামনে প্রধান সড়কের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ শাহ আলমকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত। টেকনাফে তার শশুর বাড়ি। সেখান থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

Yakub Group

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাদী হয়ে আটক শাহ আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছেন।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!