অভিযানের বালু বিক্রি হলো নিলামে

আনোয়ারায় অবৈধ বালুমহাল থেকে জব্দ করা বালু ৩ লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: সীতাকুণ্ডে রাতের আঁধারে সাগর থেকে বালু তুলছিল শিপব্রেকিং ইয়ার্ড

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আজ মো. শফিকের বালুমহাল থেকে অবৈধ বালু জব্দ করে ৩ লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm