চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুবাই থেকে এক নারী অভিনেত্রীসহ দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG148 ফ্লাইটে এনএসআই ও শুল্ক গোয়েন্দা দলের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— চট্টগ্রাম রাউজানের মো. রায়হান ও ঢাকা মিরপুর এলাকার নাট্য অভিনেত্রী অনামিকা জুথী।
আরও পড়ুন : চুরির স্বর্ণ ও টাকা শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছিল নিউটন
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
তিনি জানান, গোপন সংবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুযাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম