ছড়াখালে মৃত্যুফাঁদ—কেড়ে নিল অবুঝ শিশুর প্রাণ

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে আলিফা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুনাছড়ি ছড়াখালে এ ঘটনা ঘটে।

নিহত আলিফা আক্তার একই এলাকার মো. মিজানের মেয়ে।

আরও পড়ুন: এলাকায় মাইকিং—থানায় জিডি, নিখোঁজের ১৬ ঘণ্টার পর মিলল শিশুর নিথর দেহ

নিহত আলিফার চাচা মো. গিয়াস উদ্দিন মিস্ত্রী বলেন, আজ (বুধবার) সকালে শিশু আলিফা পরিবারের অগোচরে বাড়ির পাশের ছড়াখালে নেমে পড়ে। পরে তার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যসহ প্রতিবেশিরা খুঁজতে বের হয়। একপর্যায়ে আলিফাকে ছড়াখালের পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Yakub Group

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরটি শুনেছি। পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে নিহত আলিফার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm