বেপরোয়া কার কেড়ে নিল ‘অবুঝ’ কিশোরীর প্রাণ

সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় শামিমা আক্তার (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ৫ (এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদর বাসস্ট্যান্ড এলাকার রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।

নিহত শামিমা আক্তার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মনির আহমদের মেয়ে।

আরও পড়ুন: ফ্রি ফায়ার গেম কেড়ে নিল কিশোরের প্রাণ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদর বাসস্ট্যান্ড এলাকার রাস্তা পার হচ্ছিল শামিমা। এ সময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সীতাকুণ্ড পৌরসভা কাউন্সিলর ফজলে এলাহী পায়েল আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm