দুসপ্তাহ পর অবশেষে বাংলাদেশে চালু হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টিকটক।
বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে ব্যবহার করা যাচ্ছে এসব সামাজিকমাধ্যম।
এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ব্রিফিং করে বিকেল থেকে সব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠক শেষে খুলে দেওয়া হয় ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম।
আরও পড়ুন : বুধবার থেকে বদলে যাবে ব্যাংকের সময়
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৭ জুলাই রাতে মোবাইল এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। এসময় বন্ধ করা হয় যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। তবে চালু ছিল ইউটিউব।
পরে পাঁচদিন পর ব্রডব্যান্ড এবং ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টিকটক।
আরবি/আলোকিত চট্টগ্রাম