পথচলার ১০ বছর পার করলো ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’

মানবিক সংগঠন ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ র দশম বর্ষপূর্তি অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ও ১৬ সেপ্টেম্বর পর্যটননগরী কক্সবাজারে বর্ষপূর্তি অনুষ্ঠান স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।

১৬ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের একটি হোটেলে সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদনান এলাহি তুহিন। কলিম উল্লাহ মিসবাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই’র সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিল।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

আলোচনায় অংশ নেন বাঁশখালী এস আলম পাওয়ার প্ল্যান্টের প্রতিনিধি ও পটিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স পটিয়া শাখার জোনাল ইনচার্জ মাহমুদ উল্লাহ।

উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের দুই শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী।

আলোচনায় বক্তারা আলোকিত সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে তরুণদের আত্মত্যাগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তরুণদের  আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়।

বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যের মধ্যে জেলার গণপূর্ত মাঠে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!