অপারেশন ডেভিল হান্টে এবার ধরা কামরুল

অপারেশন ডেভিল হান্টে এবার ধরা খেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজহারভুক্ত আসামি কামরুল ইসলাম (৪০)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে কামরুল ইসলাম। গত বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল হামলা ও গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা। হামলায় অর্ধ শতাধিক ছাত্র আহত হন। হামলাকারীদের মধ্যে ছিলেন কামরুল।

এদিকে এ ঘটনায় গত ২৭ আগস্ট এনামুর রশীদ নামে এক আহত ছাত্র পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় কামরুল ইসলাম ৫৫ নম্বর আসামি।

যোগাযোগ করা হলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে কামরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm