নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।
এদিকে বদলে গেছে পুলিশের মহাপরিদর্শকও (আইজিপি)। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত আইজিপি ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন।
এর আগে মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা জানানো হয়।
এদিকে খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ। মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে সমন্বয়কদের পক্ষে ব্রিফ করেন নাহিদ। তিনি বলেন, বৈঠকে আমরা ড. মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিয়ে বলেছেন, ওনাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকাও দেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধিত্ব রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সেটি চূড়ান্ত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যেই সেটি পাওয়া যাবে।
আলোকিত চট্টগ্রাম