অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া স্বামীর যাবজ্জীবন জেল

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামী মো. হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালত জসিম উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. হোসেন কুমিল্লার চান্দিনার নুরপুর দুলা চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরের খুলশী থানাধীন ঝাউতলা বিহারী কলোনীতে বসবাস করতেন।

আরও পড়ুন : হাত-পা বাঁধা লাশ—স্বর্ণের লোভেই শামীমাকে খুন করে পাশের বাসার লোক

আদালত সূত্র জানায়, স্ত্রী হত্যার দায়ে হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালে শরীয়ত মোতাবেক আমেনা বেগমের (২৮) সঙ্গে হোসেনের বিয়ে হয়। দীর্ঘ সংসার জীবনে পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ৭ আগস্ট অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা বেগমকে মারধর করেন হোসেন। মারধরে স্ত্রীর মৃত্যু হলে নিজ বসতঘরে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। এসময় তাদের পাঁচ বছরের এক কন্যা শিশুসন্তান ছিল।

এ ঘটনায় নিহতের বোন বুলু বেগম বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা দায়ের করেন। এতে আসামি হোসেন ও তার বোন তাসলিমাকে আসামি করা হয়।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm