অনাথ সংহতির মাসব্যাপী শারদোৎসব শুরু

সামাজিক সংগঠন অনাথ সংহতির উদ্যোগে পঞ্চমবারের মতো মাসব্যাপী শারদোৎসব কর্মসূচি শুরু হয়েছে।

হতদরিদ্র, দুস্থ ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ১০টি অনাথ আশ্রমে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রামগড় বিবেকানন্দ অনাথ আশ্রমের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন কাপড়, চকলেটসহ নানা উপহার এবং ৬ মাসের খাদ্য, শিক্ষা, ক্রীড়া ও সুরক্ষাসামগ্রী দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্ত কমেছে, আহাজারিও

এর আগে আশ্রমে এক সংক্ষিপ্ত সভা সংগঠক রাজু দাশগুপ্তের সঞ্চালনায় এবং সহসভাপতি দেবরাজ সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের মুখপাত্র সুদীপ্ত শেখর দাশ বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই অনাথ শিশুরাও মানুষের মতো মানুষ হয়ে সমাজ এবং দেশে আলো ছড়িয়ে দেবে।

সদস্য অজয় ধর বলেন, পূজাতে সবাই নতুন জামা-কাপড় পরে আনন্দ করে। কিন্তু অনাথ আশ্রমে থাকা শিশুদের খোঁজখবর কেউ রাখে না। এরা আমাদেরই সন্তান। আমরা তাদের মুখে হাসি ফোটাতে চাই।

আরও পড়ুন: ‘পাঠদান বন্ধ’ রেখে—স্কুল চলাকালীন এমপির দুই অনুষ্ঠানে প্রধান শিক্ষক!

সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিজন দে, কোষাধ্যক্ষ নিউটন চৌধুরী, প্রচার সম্পাদক এপোলো বিশ্বাস, সংগঠক সব্যসাচী চৌধুরী, রাজীব পাল, অরুপ সেন, শুভাশীষ দাশগুপ্ত, মোহিত দেবনাথ, রিবেন ধর ও সুহৃদ দত্ত।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!