অটোরিকশায় ঘুরে ছিনতাই করে তারা

নগরে সিএনজি অটোরিকশায় ঘুরে ছিনতাই করে তারা। মূলত মধ্যরাত ও ভোরে তারা সুযোগ বুঝে পথচারীদের অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে।

এমনই ৪ ছিনতাইকারীকে মঙ্গলবার (২২ জুন) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলো- মো. মনির হোসেন (১৯), মো. জসিম (৪২), মো. ইমরান (২০) এবং মো. আব্দুল্লাহ আল নোমান (১৯)।

তাদের কাছ থেকে ছুরি, পাইপসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালীর বান্ডেল রোড কবরস্থানের উত্তর পাশে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ছিনতাইকারীরা। এ সময় এসআই মো. মমিনুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. মনির হোসেন ও মো. জসিমকে আটক করেন। তবে চার ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুসারে রাতে অভিযান চালিয়ে রাহত্তারপুল এলাকা থেকে মো. ইমরান (২০) এবং কালামিয়াবাজার এলাকা থেকে মো. আবদুল্লাহ আল নোমানকে (১৯) আটক করা হয়। নোমানের নামে সাতকানিয়া থানায় ১টি মামলা রয়েছে। অপর দুই ছিনতাইকারী শাহীন (২০) ও মো. সাজ্জাদ হোসেন শান্ত (২২) পলাতক রয়েছে।

পরে আসামিদের তল্লাশি করে ছুরি, পাইপ উদ্ধার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

Yakub Group

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!