বোনের বিয়ের বাজার করে চট্টগ্রাম শহর থেকে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছে বাঁশখালীর এক যুবক। যুবককে মারধর করে ছিনিয়ে নিয়েছে মুঠোফোন। তবে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক ডাকাত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম যীশু কান্তি সুশীল (৩০)। তিনি বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের শীলপাড়ার অজিত কান্তি শীলের ছেলে।
যীশু বলেন, মইজ্জারটেক থেকে লোকাল যাত্রীবাহী অটোরিকশায় উঠি গুনাগরী যাওয়ার জন্য। কিন্তু ওই অটোরিকশায় যাত্রীবেশে ছিল ডাকাতরা। একপর্যায়ে চালক অটোরিকশাটি কালাবিবির দিঘি মোড় থেকে আনোয়ারা রাস্তায় নিয়ে আসে। এরপর তারা ছুরি ধরে আমার মুঠোফোন, হাতের রুপার ব্রেসলেট এবং নগদ টাকা নিয়ে ফেলে। এ সময় রাস্তার আশপাশের লোকজন বুঝতে পেরে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। তবে এদের মধ্যে মো. রনি (২৫) নামে এক ডাকাতকে ধরে ফেলে স্থানীয়রা।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএস/আলোকিত চট্টগ্রাম
