রাউজান রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় হাবিবুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে গহিরা হোয়াকো সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাবিবুর পশ্চিম ডাবুয়া এলাকার মুকিম তালুকদার বাড়ির মোহাম্মদ আলী ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ২ অটোরিকশার সংঘর্ষে মারা গেল প্রধান শিক্ষক
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারের একটি কমিনিউটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল হাবিবুর। গহিরা হোয়াকো সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দেয় হাবিবুরকে। এসময় পড়ে গিয়ে মারাত্মক আহত হয় সে।
আহত হাবিবুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
পশ্চিম ডাবুয়া এলাকার বাসিন্দা মো. আকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।