রাউজানে জান্নাতুল মাওয়া রিপা (১৭) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৯ আগস্ট) সকালের দিকে নিজ বাসায় আত্মহত্যা করেন রিপা। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।
রিপা রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানচিপাড়া গ্রামের মৌলনা মো. মহিউদ্দিনের মেয়ে। সে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: রাউজানে বেপরোয়া অটোরিকশা স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পড়ে গেল খাদে
এদিকে ঘটনার খবর পেয়ে রাউজান থানা পুলিশ লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
রিপার বাবা জানান, মেয়ের সাথে কোনো কিছুই হয়নি। কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছেন না।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার মুরাদ বাবুল বলেন, আজ (সোমবার) সকালে এসে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে রুমের দরজা ভেঙে দেখা যায় রিপা আত্মহত্যা করেছে। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।