অজগর: চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩১ ডিমে ২৮ বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩১টি ডিমে জন্ম নিয়েছে ২৮টি বাচ্চা। দীর্ঘ ৬৭ দিন ইনকিউবেটরে রাখা ডিম ফুটে গত মঙ্গলবার এই ছানাগুলোর জন্ম হয়েছে।

বিষয়টি বুধবার (২৩ জুন) নিশ্চিত করেন চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, ২০১৯ সালের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফোটানো হয়েছিল। যা পরবর্তীতে বন্য পরিবেশে ছাড়া হয়।

নতুন জন্ম নেয়া ছানাগুলোকে তিন মাস ইনকিউবেটরে রাখা হবে। ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। পরে ধীরে ধীরে এদের খাবার দেয়া হবে। তিন মাস পর এদের প্রকৃতিতে ছাড়া হবে।

এবার ৩টি ডিম নষ্ট হয়েছে, বাচ্চা ফোটেনি। বর্তমানে চিড়িয়াখানায় ২২টি বড় অজগর রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!