‘অক্সিজেন সিলিন্ডার বদল’—একসঙ্গে প্রাণ হারালেন ৬৩ করোনা রোগী

অক্সিজেন সিলিন্ডার বদলাতে দেরি হওয়ায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৬৩ জন করোনা রোগী।

সোমবার (৫ জুলাই) ইন্দোনেশিয়ার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। অক্সিজেন সংকট কাটাতে সিলিন্ডার বদলানোর সময় এই করোনা রোগীদের মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক রুকমন সিস্বিশান্ত এক বিবৃতিতে জানান, পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

করোনা আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।

আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!