অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো নাজাল ক্যানুলা পেল মহেশখালী হাসপাতাল

মহেশখালী হাসপাতালে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো নাজাল ক্যানুলাসহ চিকিৎসাসামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে মহেশখালী হাসপাতালের ইউএইচও ডা. মাহফুজুল হকের কাছে উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন।

আরও পড়ুন : ভারতের যুদ্ধজাহাজ চট্টগ্রামে, আনল অক্সিজেন প্লান্ট

এ সময় মহেশখালীর ইউএনও মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে উপস্থিত ছিলেন।

মহেশখালী হাসপাতালের ইউএইচও ডা. মাহফুজুল হক বলেন, সংকটকালে সিলিন্ডার ও গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জাম দরকার হবে রোগীদের সেবায়। এতে হাসপাতালের সেবার মান আরও বাড়বে। করোনা রোগীদের আর অক্সিজেন সংকট হবে না।

Yakub Group

ইউএনও মাহফুজুর রহমান বলেন, শীতকালে রোগীর চাপ বাড়তে পারে। এতে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিতে পারে। তাই আগাম প্রস্তুতি হিসাবে সিলিন্ডারসহ সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে।

শাহাবউদ্দীন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।