নগরের অক্সিজেন মোড়ে চলন্ত রিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এতে আহত রিকশাচালককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টা নাগাদ অক্সিজেন মোড় এলাকার গাউছিয়া তোরণ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চমেক হাসপাতালে পাঠায়।
আহত রিকশাচালকের নাম জাহেদ আলী (৩৮)। তিনি ট্যানারি বটতল এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পাওয়া মাত্র আমাদের টিম গিয়ে তাকে অক্সিজেন লাগিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
যোগাযোগ করা হলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, সকাল সাড়ে ১০টায় মনিরুজ্জামান নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত চালককে হাসপাতালে নিয়ে আসে। ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক বিভাগে চিকিৎসা চলছে তার। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
এআইটি/এসআই